এই বাংলায় ওয়েব ডেস্কঃ- গত সপ্তাহের শেষের দিকে থেকেই নামছিল তাপমাত্রার পারদ। রাজ্যজুড়েই শুরু হয়ে যায় শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। কিন্তু সপ্তাহের শুরুতেই নাটকীয় বদল আবহাওয়ায়। উধাও শীতের আমেজ। তবে এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সকাল ছিল কুয়াশায় ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে যে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকেছিল তার জেরেই আবহাওয়ার এই নাটকীয় পরিবর্তন। এর জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে কোচবিহার , আলিপুরদুয়ার এবং কিছুটা জলপাইগুড়িতে। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।