eaibanglai
Homeএই বাংলায়জগন্নাথের স্নানযাত্রায় এই দুটি কাজে অক্ষয় পূণ্য লাভ!

জগন্নাথের স্নানযাত্রায় এই দুটি কাজে অক্ষয় পূণ্য লাভ!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ ৪ জুন, রবিবার,আজ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। জগন্নাথের এই স্নানযাত্রা মহোৎসব অত্যন্ত পূণ্য তিথি সনাতন শাস্ত্র অনুসারে বলা হয় যে, এই তিথিতে যদি আপনি স্বচ্ছ মনে কোন ব্যক্তিকে কিছু দান করেন তবে সেই দানের ফল আপনার অক্ষয় হয়ে রয়ে যায়। জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে ভগবান জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন করা হয় সেটাই হলো স্নান যাত্রা। স্কন্ধ পুরাণে এই উৎসব সম্পর্কে বিশদে বর্ণনা করা হয়েছে। দ্বাপরের ভগবান শ্রীকৃষ্ণই কলিতে জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছিলেন।

স্নানযাত্রার দিন পুরীতে এই দারুব্রহ্ম রূপেরই পুজো করা হয়। রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকেই এই স্নান যাত্রা উৎসব শুরু হয়, অর্থাৎ বলা যেতে পারে জগন্নাথ দেবের এই আবির্ভাব তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেই পালন করা হয়। এই তিথিটি জগন্নাথ দেবের সকল ভক্ত ও বৈষ্ণবদের জন্য একটি পূণ্যময় তিথি। এই স্নানযাত্রা উৎসব তাই সকলেই খুব আনন্দ ও খুশির সাথে পালন করে, বলা হয় যে এই শুভ তিথিতে জগন্নাথ দেবের দর্শন করলে সকল পাপের বিনাশ হয়। এবার বলি আজকের দিনটা কীভাবে কাটালে এই শুভ তিথির ফল লাভ করতে পারবেন?

বলা হয় জগন্নাথ দেবের দুটি চোখ হলো সূর্য ও চন্দ্র অর্থাৎ আমরা যা কিছু করি না কেন সবটাই জগন্নাথ দেব প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছেন, তাই যেখানেই থাকুন যে জায়গাতেই থাকুন জগন্নাথ দেবের স্মরণে মননে আজ দিন কাটান এবং নিজের গৃহকেই করে ফেলুন তীর্থক্ষেত্র আর আজকের দিনে অতি অবশ্যই দান করবেন, পারলে আপনার নিকটবর্তী কোন মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করবেন আর মুখে বলবেন, জয় জগন্নাথ কি জয়- কারণ গীতায় তিনি দেখিয়েছেন সমস্ত দেবদেবী তারই রূপ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments