সংবাদদাতা, বাঁকুড়া:- স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে আত্মঘাতি হোল স্বামী। আজ ঘটনার সূত্রপাত হয় বড়জোড়া থানার রামকৃষ্ণপল্লী মানাচরের পূর্ব পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সূর্য সরকার(৩৬) ও তার স্ত্রী অপর্ণা সরকারের(৩০) মধ্যে সকাল থেকেই ঝগড়া শুরু হয়। রাগের মাথায় স্বামী স্ত্রীকে দাঁ দিয়ে আঘাত করলে স্ত্রী অপর্ণা সরকার ঘরের মধ্যে লুটিয়ে পড়েন। স্থানীয়দের অনুমান এতে স্বামী সূর্য সরকার মনে করে তার স্ত্রী মারা গেছেন। তাই তিনিও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি প্রতিবেশীদের নজরে আসতে দেরি হয়। তারা থানায় খবর দিলে থানা থেকে অ্যাম্বুলেন্স করে অপর্ণা দেবীকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়। সূর্যের মৃতদেহটিকে বড়জোড়া থানায় আনা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।