সংবাদদাতা,কাঁকসাঃ- দাম্পত্য কলহের জেরে স্বামীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালাল স্ত্রী। ঘটনায় গুরুতর জখম স্বামী। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রে কাঁকসার গোপালপুরের বাসিন্দা অভিজিৎ দেবনাথ ও দিপ্সিতা দেবনাথের মধ্যে তুমুল অশান্তি শুরু হলে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই কাঁচি নিয়ে স্বামী অভিজিৎ-এর উপর হামলা চালায় স্ত্রী দিপ্সিতা। ধারাল কাঁচির এলোপাথারি কোপে গুরুতর জখম হন অভিজিৎ। তার চিৎকারে প্রতিবেশী ছুটে যায় ও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে দিপ্সিতাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেন তারা। অবশেষে কাঁকসা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত দিপ্সিতাকে আটক করে পরিস্থিতি সামাল দেয়।