সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোল দক্ষিণ থানার ডামরা কুমারডিহা এলাকায় একটি মদের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতীরা নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং বেশকিছু মদের বোতল লুট করে চম্পট দেয়। জানা গিয়েছে, এদিন ভোর রাতে কয়েকজন দুষ্কৃতী মদের দোকানের অ্যাডবেসটার ভেঙে ভেতরে ঢুকে। এরপর মদের নিরাপত্তা রক্ষীর মোবাইল কেড়ে নিয়ে তাকে বেঁধে রেখে অবাধে লুটপাট চালায়। এরপর ওই নিরাপত্তা রক্ষী মদের দোকানের মালিককে ডাকাতির ঘটনা জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছায়। মদের দোকানের মালিক অভিজিৎ মন্ডল জানান আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার মদ এবং নগদ ৮০ হাজার টাকা লুট হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।