সংবাদদাতা, আসানসোলঃ- সরকারি নির্দেশ রয়েছে বাড়ি থেকে বেরোলে মাস্ক পরে বেরোতে। কিন্তু আসানসোলের মহীশিলা বাজার এলাকায় এখনও বহু মানুষ বিনা মাস্ক পরে ঘোরা ফেরা করছেন। সরকারি নির্দেশকে অমান্য করছেন। এদিন বাজারে দেখা বহু মানুষ মুখে মাস্ক পরেননি। সজ্বি বাজারের ত্রেতা থেকে বিক্রেতা অনেকেই মাস্ক পরেনি। বিনা মাস্ক পরে তারা বাজার করছেন। এদিন কেন মাস্ক পরেননি তা প্রশ্ন করা হলে কেউ বলেন ভুলে গেছি। কেও আবার বললো পকেটে মাস্ক রয়েছে। প্রসঙ্গত, এই মহীশিলা বাজার থেকে প্রায় ৬০০ মিটার দুরে সাদা পুকুর সংলগ্ন পূর্ব পাড়াকে কনটেন্টমেন্ট জোন করা হয়েছে। তারপরেও দেখা গেল মানুষের হুঁস ফিরেনি। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপ দিনের পর দিন বাড়ছে। সরকারি নির্দেশ রয়েছে বাড়ি থেকে বেরোলেই মাস্ক পরে বেরোতে হবে। এই বিষয়ে প্রশাসনের তরফে মানুষদের বহু বার সচেতনও করা হয়েছে। কিন্তু এখনও যে বহু মানুষ সচেতন হয়নি তা মহীশিলা বাজারের ছবি দেখলেই বোঝা যায়।