সংবাদদাতা, বাঁকুড়াঃ- বজ্রাঘাতে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত ধগড়িয়া গ্রামে । মৃত মহিলার নাম কাকলি রুদাস । বয়স ৩০ বছর । পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে আরও দু’জন ।
স্থানীয় সুত্র জানতে পারা যায় , এদিন তিন মহিলা একসাথে মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা । স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা কাকলি রুদাসকে মৃত বলে ঘোষণা করেন । আহত দুজন হাসপাতলে চিকিৎসাধিন রয়েছেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পাত্রসায়েরের তৃণমূল নেতা ও বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত । কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা দেন । অন্যদিকে পাত্রসায়ের থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।