সংবাদদাতা,ক্যানিং:- বৌদিকে দিনের পর দিন কুপ্রস্তাব দিতে থাকে দেবর । আর সেই কুপ্রস্তাবের প্রতিবাদ করায়, প্রতিবাদী বৌদিকে এলোপাতারি মার। গুরুতর আহত বৌদি। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার ডেভিস আবাদ গ্রামে। আহতের নাম শাহানূর মোল্লা(৩২) স্বামী সামসুল মোল্লা (মৃত)। ঘটনা সূত্রে, গত আট বছর আগে স্বামী মারা যায় শাহানূরের। আর স্বামী মারা যাবার পর থেকে ঘরে তে ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন তিনি। সেই একা থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন কুপ্রস্তাব দিতে থাকে দেবর নীজামূল মোল্লা। আর সেই কুপ্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বৌদিকে এলোপাতারি মারতে থাকে দেবর নীজামূল। এরপর গুরুতর আহত অবস্থায় আহতকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে পরিবার । এবিষয়ে দেবরের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত শাহানূর।