ক্যানিং: মদ খেয়ে মেয়েকে এলোপাতারি মারতে থাকে জামাই । মেয়েকে মারার প্রতিবাদ করতে এগিয়ে আশে মেয়ের মা । আর প্রতিবাদী শাশুড়ী কে এলোপাতাড়ি মারলো জামাই । ঘটনাটি ঘটেছে , ক্যানিং থানার উত্তর তালদি গ্রামে । আহতের নাম জ্যোৎস্না মোল্লা (২২) ও হাদীজা বিবি (৪০) মা । ঘটনা সূত্রে, ক্যানিং তালদি বয়ার সিংয়ের বাসিন্দা জ্যোৎস্নার সাথে নয় বছর আগে বিয়ে হয় উত্তর তালদির বাসিন্দা মুন্না মোল্লার সাথে । আর বিয়ের পর থেকে মদ ও গাঁজা খেয়ে মেয়ে কে দীর্ঘদিন ধরে অত্যাচার করত জামাই । এমনটাই দাবী মেয়ের মা । এরপর আজ বচসা চরমে উঠলে মেয়ে ও তার ছেলেকে এলোপাতারি মারতে থাকে জামাই । আর জামাই মেয়েকে মারছে দেখে প্রতিবাদ করতে এগিয়ে আশে শাশুড়ী । আর সেই মারমুখী জামাইয়ের হাত থেকে রেহাই পেলোনা শাশুড়ী । আর শাশুড়ী কে মারতে থাকে জামাই । এরপর গুরুতর আহত অবস্থায় মেয়ে ও মাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে পরিবার । আর আহত মহিলার দাবী তার আট বছরে এক সন্তান কে আটকে রাখে স্বামী মুন্না মোল্লা । এবিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার ।