রেশন নিতে এসে এম্বুলেন্সের ধাক্কায় গুরুতর জখম মহিলা

2141

সোমনাথ মুখার্জি,লাউদোহা – শুক্রবার বেলা ৯ টা নাগাদ নিজের রেশনের চাল নিতে সড়ক পার হচ্ছিলেন বছর ৪০ এর এক মহিলা,নাম বুনি বাউরি। ঠিক সেই মুহূর্তে পাণ্ডবেস্বর গৌরবাজার রাস্তায় একটা এম্বুলেন্স দ্রুত গতিতে এসে একেবারে রাস্তার ধার ঘেঁষে মহিলাকে ধাক্কা মারে। প্রত্যক্ষ দর্ষিদের কথায় খুব দ্রুত গতিতে যাচ্ছিল এম্বুলেন্সটি । মহিলাটিকে ধাক্কা মেরে কয়েকমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর। স্থানীয়রা ঘাতক গাড়িটিকে ধাওয়া করলেও খুব দ্রুতগতিতে গাড়িটি পালিয়ে যায়।
স্থানীয়বাসিন্দা সুমন্ত বাউরি জানান,এই পাণ্ডবেস্বর গৌরবাজার রাস্তায় খুব বেপরোয়া ভাবে যান বহন চলাচল করে। আজ সকালে সরকারি নিজস্ব মূল্যের দোকাল থেকে চাল আনতে বেরিয়েছিল বুনি বাউরি নামের ওই মহিলাটি। আচমকাই তার সাথে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাটি ঘটে লাউদোহার রসিক ডাঙ্গা এলাকায়।
ঘটনা ঘটতেই প্রচুর লোকজন জড়ো হয় এলাকায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় মহিলাটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here