নিজস্ব সংবাদদাতা, বাসন্তী:- রাতে ঘরে নিজের ছোট্টো মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন মহিলা। আর রাতে ঘরে একা পেয়ে মেয়ের সামনে মাকে জোর করে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক। এরপর ঘটনার কথা জানাজানি হওয়ার ভয়ে খুন করে এবং মৃত্যু নিচ্ছিত করতে মাথায় মুগুর দিয়ে মারে ওই যুবক। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চড়াবিদ্যা পেটুয়াখালী গ্রামে। মৃতার নাম নিছারুল সেখ(৩৮)। মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে থাকাই, ঘরে নিজের মেয়ে নিয়ে একা থাকেন ওই মহিলা। আর সেই একা থাকার সুযোগ নিয়ে রাতে ঘরে ঢোকে প্রতিবেশী এক যুবক। এরপর নিজের মেয়ের সামনে ওই মহিলা কে জোর পূর্বক ধর্ষণ করে প্রতিবেশী যুবক। আর ঘটনার কথা জানাজানি হওয়ার ভরে ওই মহিলাকে মাথায় মুগুর দিয়ে মারে খুন করে ওই যুবক। এরপর মৃতদেহ টি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় বাসন্তী থানার পুলিশ । তদন্তে পুলিশ।