সংবাদদাতা, বাঁকুড়াঃ- খাতরা ইলেকট্রিক ডিভিশন ম্যানেজারের কাছে সাত দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলেন বাঁকুড়া জেলা অসংগঠিত বিদ্যুৎকর্মী সমন্বয় মঞ্চের কর্মীরা। প্রত্যেক মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টের মাধ্যমে বেতন প্রদান করতে হবে, WBSEDCL এর সার্কুলার অনুযায়ী সঠিক বেতন দিতে হবে পিএফ এর ইউ এ এন নাম্বারও ইএসআই যাবতীয় কাগজপত্র দিতে হবে, মিটার রিডার দের রেট সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রতি মাসে স্যালারি স্লিপ দিতে হবে, কৃষক ও সিএফও কর্মীদের সমস্ত বকেয়া বেতন অতিশীঘ্রই মেটাতে হবে, সমচুক্তি অনুযায়ী বেতন প্রথা চালু করতে হবে অন্যথায় ২১৬০০ টাকা বেতন প্রদান করতে হবে, ৬০ বছরের কাজের নিশ্চয়তা সুনিশ্চিত করতে হবে, এই ধরনের ৭ দফা দাবি জানিয়ে আজ খাতরা WBSEDCL এর খাতরা ডিভিশন ম্যানেজারের অফিসে ডেপুটেশন দিলেন বাঁকুড়া জেলা অসংগঠিত বিদ্যুৎকর্মী সমন্বয় মঞ্চের কর্মীরা। আজ প্রায় শখানেক চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী সমন্বয় মঞ্চের কর্মীরা WBSEDCL এর খাতরা ডিভিশন দপ্তরের সামনে জমায়েত হন এবং বিক্ষোভ দেখান পরে তাদের একটি প্রতিনিধিদল খাতরা ডিভিশন ম্যানেজারের হাতে তাদের দাবি-দাওয়ার সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। বিবেকানন্দ রায় প্রশান্ত পাল নামের দুই বিক্ষোভরত কর্মী বলেন, এটা আমাদের অধিকারের লড়াই অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আমাদের দিন যাপন করতে হচ্ছে। তাই রাজ্যসরকার অবিলম্বে আমাদের এই দাবিগুলো মানবিকতার সহিত বিবেচনা করুন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।
Home Flash News খাতরা ইলেকট্রিক ডিভিশন ম্যানেজারের কাছে সাত দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান বিদ্যুৎকর্মী...