নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :-
ফের শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল বাঁকুড়ার মেজিয়ায় সৌর বিদ্যুৎ কেন্দ্রের। পুজোর মুখে শ্রমিক অসন্তোষের জেরে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উদতপাদন ক্ষম ওই সৌর বিদ্যুৎ কেন্দ্রে গত ৫ দিন ধরে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে ২০১৭ সালে স্থানীয় বিদ্যুতের চাহিদা মেটানোর উদ্যেশ্যে বাঁকুড়ার মেজিয়া ব্লকের নামো মেজিয়া গ্রামে ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করে রাজ্য সরকার। ভেল নামের একটি সংস্থার মাধ্যমে শুরু হয় উৎপাদন। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে মোট ১৪ জন কর্মী আছেন। সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদক সংস্থা প্রসেনজিৎ ঘোষ নামের এক কর্মীকে চাকরী থেকে ছাঁটাই করেন। তাঁর জায়গায় নতুন করে চাকরী দেওয়া হয় বিপ্লব নায়েক নামের আরেক জনকে। এই ঘটনায় অসন্তোষ ছড়িয়ে পড়ে সৌর বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মীদের মধ্যে। ছাঁটাই হওয়া প্রসেনজিৎ ঘোষ কে পুনঃ নিয়োগের দাবিতে গত পাঁচ দিন ধরে কাজে যোগ দেননি ওই কেন্দ্রের কোনো কর্মী। ফলে স্বাভাবিক ভাবেই ওই সৌর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে রয়েছে ।