নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: রুগিকে ভুল চিকিৎসা করল গ্রাম্য ডাক্তার। আর সাপে কামড়ানো রুগিকে পেট যন্ত্রণার চিকিৎসা করলেন চিকিৎসক। এমনিই ঘটনা ঘটেছে, রুগির নাম তাহেরুনী খাতুন(২৩)। পরিবার সূত্রে, হঠাৎ সকাল থেকে শুরু হয় পেট যন্ত্রণা। যখন পেট যন্ত্রণায় কাতরাতে থাকে মেয়ে। তখন এক গ্রাম্য ডাক্তার কে নিয়ে চলে চিকিৎসা। আর সেই চিকিৎসক রুগির পেট যন্ত্রণা ভেবে, তাকে পেট যন্ত্রণার ঔষধ খাওয়ায়। আর সময় যত এগিয়ে আশে, ততই রুগির অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে। এরপর সেই গ্রাম্য চিকিৎসক না পারায় তাকে তড়িঘড়ি নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে। আর সেখানে রুগিকে দেখার পর কালাচ সাপে কামড়েছে বলে জানান চিকিৎসক । তারপর ওই রুগিকে সাপে কামড়ানো চিকিৎসা করে হাসপাতালের চিকিৎসক। এখন বর্তমানে বিপদ মুক্ত বলে জানান চিকিৎসক ।