রঞ্জিত সরদার, ক্যানিং:- ইলেকট্রিক শর্ট খাইয়ে মেরে ফেলার চেষ্টা। আর কাজ করার সময় ইলেকট্রিক পোলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হল এক যুবক। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার সাতমুখি গ্রামে। আহত যুবক শুভজিৎ নস্কর(২৬)। ঘটনা সূত্রে, ইলেকট্রিক পোলের উপর কাজ করার সময়, হঠাৎ বিদ্যুৎ লাইন চালু করে দেওয়ায়, পোলের উপর বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ওই যুবক। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে স্থানীয়রা। বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধিন আহত। তবে আহতের পরিবার জানান শুভজিৎকে মেরে ফেলার চেষ্টা করে তার সঙ্গীরা। তার জন্যে বন্ধ লাইন হঠাৎ চালু করে দেয় তারা। আহত শুভজিৎ নস্কর কে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করলো ক্যানিং মহকুমা হাসপাতাল। আর ক্যানিং মহকুমা হাসপাতাল কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার।