সংবাদদাতা, কাটোয়াঃ-
দুই সন্তানের জননী এক যুবতি গৃহবধুর নাক ও হাতের আঙ্গুল কেটে নিল প্রতিহিংসায় উন্মত্ত এক প্রত্যাখ্যাত প্রেমিক। ঘটনাটি কাটোয়ার পলসোনা গ্রামের। বুলটি ঘোষ নামে ২৫ বছরের ওই গৃহবধূর স্বামী তখন কর্মসূত্রে বাড়ির বাইরে। ঘটনাটি ঘটে শুক্রবার মাঝরাতের পর । নিজের ঘরে দেড় বছরের শিশু পুত্রকে নিয়ে শুয়েছিলেন বুলটি। পরিবারের অন্য সদস্যদের কাছে অন্য ঘরে ছিল তার পাঁচ বছরের কন্যা। বরাবরের মতোই দরজা খুলেই রাত্রে শুয়েছিলেন বুলটি। সেই সময় ঘরে চুপিসারে হানা দেয় এক যুবক। পুলিশি তদন্তে জানা গেছে ,পথে-ঘাটে , যখন তখন, ওই যুবতী গৃহবধূকে কুপ্রস্তাব দিত সে।

শুক্রবার মাঝ রাত্রির পর সে ঢুকে পড়ে বুল্টির ঘরে। দেয় কুপ্রস্তাব। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে রান্নাঘর থেকে একটি বটি নিয়ে বুল্টির নাক কেটে দেয়। তার পর পরই ডানহাতের দুটি আঙুল কেটে নেয় সে । বুল্টির আর্তনাদে পরিবারের অন্য সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধারের চেষ্টা বের হতে গিয়ে দেখেন একের পর এক ঘরে শিকল তুলে বাইরে দিক থেকে বন্ধ করে রাখা রয়েছে দরোজা। ফলে তারা অসহায় ভাবে শুনতে থাকেন কিভাবে ওই যুবতীর ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে দুষ্কৃতকারী। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে এখনো কাউকে ধরা যায়নি । বুল্টির স্বামী বাবলু ঘোষ পেশায় ছানা ব্যবসায়ী। কর্মসূত্রে কাল সন্ধ্যায় তিনি ছানা সরবরাহ করতে যান শক্তিগড়ের ল্যাংচা হাবে।