সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পে উগ্রপন্থীদের গুলি চালানোর ঘটনায় নিহত ৫ জন মৃত মুর্শিদাবাদের সাগরদীঘির বাহাল নগর এলাকার শ্রমিক পরিবারের সাথে দেখা করতে হাজির মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌমিক হোসেন।তিনি ওই নিহত ৫ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াবার জন্য তাদের হাতে এক লক্ষ টাকা করে আপদ কালীন আর্থিক সাহায্য তুলে দিয়ে বলেন,”প্রথমত আমি যুব তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির শোক বার্তা নিয়ে সাগড়দিঘিতে এসেছি,পাশাপাশি আগামী দিনে এই অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিচ্ছি”।এই আপদ কালীন সাহায্য পেয়ে মৃত পরিবারের তরফে কিছুটা আশ্বস্থ হয়ে নিহত কামীরুদ্দিনের শেখের স্ত্রী রওশুনেরা বিবি ভারী গলায় বলেন,”আমার পুরো পরিবার ভেসে গিয়েছে।জানিনা কি করে সংসার চলবে।কিই বা ছেলে মেয়ের মুখে তুলে দেব।তবে এই সাহায্য পেয়ে আমরা উপকৃত হলাম”।