সংবাদদাতা, বালুরঘাট:- কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলা আনন্দধারা প্রকল্পের আওতায় জেলার স্বনির্ভর দলগুলিকে প্রায় ৩৪ কোটি টাকা ঋন দেওয়া হয়। সেই টাকা স্বনির্ভর দলগুলি কিভাবে খরচ করছে কিংবা সেই ঋনের টাকা স্বনির্ভর দলগুলি কি ভাবে ব্যাবহার করে স্বনির্ভর হতে পারে তা তদারকি করতে জেলার বিভিন্ন ব্লকের ব্লক প্রশাসন জেলা আনন্দধারা প্রকল্পের আধিকারিকদের সঙ্গে নিয়ে স্বনির্ভর দলগুলির সাথে বৈঠক করেছেন। সেই লক্ষ্যেই আজ বালুরঘাট ব্লকের ব্লক প্রশাসন বালুরঘাটের স্বনির্ভর দলগুলির খোঁজ নিতে স্বনির্ভর দলগুলির সাথে বৈঠক করলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের নারী ও শিশু কল্যান দপ্তরের কর্মাধক্ষ্য মিঠু জোয়াদ্দার বিশ্বাস, জেলা আনন্দধারা প্রকল্পের আধিকারিক ইয়াংকি কলিতাস কারগে, বালুরঘাটের বিডিও অনুজ সিকদার, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু সহ অন্যান্যরা।বালুরঘাটের স্বনির্ভর দলগুলিকে সাহায্যার্থে ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্বনির্ভর দলগুলি